এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুবুদ্দিন কভিড-১৯ পজেটিভ

নিজস্ব প্রতিবেদক

এনভয় গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী কুতুবুদ্দিন আহমেদ কভিড- ১৯ পজেটিভ। গত ২৩ মে পরীক্ষার রিপোর্টে পজেটিভ এলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 

কভিড আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম মুর্শেদী বণিক বার্তাকে বলেন, পরশুদিন দুপুরে পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এখন তার অবস্থা ভালো। সবাই তার জন্য দোয়া করবেন।   

১৯৮৪ সালে স্থাপিত এনভয় গ্রুপের ব্যবসার মোট ৪০টি ক্ষেত্রের মধ্যে আছে তৈরি পোশাক, বস্ত্র, আবাসন, ফ্রেইট ফরোয়ার্ডিং, ট্রেডিং, হসপিটালিটি। বার্ষিক ৪০ কোটি ডলার টার্নওভারের প্রতিষ্ঠানটিতে প্রায় ২১ হাজার কর্মীর কর্মসংস্থান।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন