ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা পজেটিভ

নিজস্ব প্রতিবেদক

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী কভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। 

আজ সোমবার বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল রোববার গণস্বাস্থ্যের ল্যাবে তার নমুনা পরীক্ষা করা হয়। এতে রিপোর্ট করোনাভাইরাস পজেটিভ আসে। তিনি বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছেন।

জাফরুল্লাহ চৌধুরীর প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবরেটরির গবেষকরা আবিষ্কার করেছেন করোনাভাইরাস শনাক্তের র‌্যাপিড টেস্টিং কিট। এ কিট দিয়ে অ্যান্টিজেন ও অ্যান্টিবডি দুটোই শনাক্ত করা সম্ভব বলে দাবি করছেন তারা। অবশ্য কিটটি এখনো  সরকারি অনুমোদন পায়নি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন