বিএসইসির নতুন কমিশনকে সহযোগিতার আশ্বাস বিএপিএলসির

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নেতৃত্বে আসা নতুন কমিশনকে সহযোগিতার আশ্বাস দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)। সামনের দিনগুলোতে বিএসইসির সঙ্গে কাজ করারও আগ্রহ দেখিয়েছে সংগঠনটি। সম্প্রতি বিএসইসির নতুন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলামের কাছে পাঠানো এক অভিনন্দন বার্তায় একথা জানিয়েছে বিএপিএলসি।

বিএপিএলসির প্রেসিডেন্ট আজম জে চৌধুরী স্বাক্ষরিত বার্তায় বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ায় অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলামকে অভিনন্দন জানিয়ে বলা হয়েছে, দেশের ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা খাতে তার অভিজ্ঞতা এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, চেম্বার ও দেশে-বিদেশে গবেষণা ক্ষেত্রে তার সংষ্টিতা দেশের পুঁজিবাজার নতুন মাত্রায় নিয়ে যাবে। তার যোগ্য নেতৃত্ব ও নির্দেশনা দেশের পুঁজিবাজার উন্নয়নে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে সংগঠনটি।

বিদ্যামান পরিস্থিতি স্বাভাবিক হলে বিএপিএলসির নির্বাহী কমিটি নতুন কমিশনের সঙ্গে সাক্ষাত করার আগ্রহ ব্যক্ত করেছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন