ইউটিউবে মুক্তি পাচ্ছে ‘ছেলেমানুষী’

ফিচার প্রতিবেদক

বাংলাদেশ ও ভারতের হিন্দু-মুসলমানদের আন্তঃসম্পকের্র ওপর ভিত্তি করে নিমিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ছেলেমানুষী’ (দ্য গ্রে লাইন)। বিশ্বের কয়েকটি ফেস্টিভ্যালে প্রদর্শন শেষে অবশেষে স্বল্পদৈর্ঘ্যটি আগামী ৩০ মে ‘ফিল্ম স্কুটার’-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে চলেছে।

মানিক বন্দোপাধ্যায়ের ছোটগল্প ‘ছেলেমানুষী’ অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা সাকী ফারজানা। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী হৃষিক অরিত্র ও তপস্যা। এছাড়াও ছবিতে দেখা যাবে মাহবুবা ছায়া, রোকন হোসাইন, বাহাউদ্দিন বিশাল, নন্দিতা বৈষ্ণব, সুবর্ণা ধরসহ আরো অনেককেই।

নির্মাতা সাকী ফারজানা বলেন, ‘প্রথম কাজ হিসেবে ছবিটি নিয়ে অনেক ভালো অভিজ্ঞতা রয়েছে আমার। আবার ভোগান্তিও ছিল বেশ। অনেকগুলো ফেস্টিভ্যালে অংশ নেয়ার কারণে সেসময় নিয়ম অনুযায়ী চলচ্চিত্রটি মুক্তি দিতে পারিনি। পরে মুক্তি দেয়ার চেষ্টা করলে বেশ কিছু বাধার সম্মুখীন হতে হয়। অবশেষে ‘ফিল্ম স্কুটার’ নামে একটি ইউটিউব চ্যানেলে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। এটা অবশ্যই ভালো লাগার একটা বিষয়।’

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি চীন, রাশিয়া, কানাডা, যুক্তরাজ্যসহ ভারতের ৪টি ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন