বিদেশী পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে স্পেন

বণিক বার্তা অনলাইন

নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) কারণে দীর্ঘদিন লকডাউনের থাকার পর ধীরে ধীরে সব কিছু খুলে দিচ্ছে স্পেন। এরই ধারাবাহিকতায় বিদেশী পর্যটকদের জন্য ভ্রমণ উন্মুক্ত করতে চলেছে দেশটি। পাশাপাশি চালু করা হবে দেশটির শীর্ষ ফুটবল লীগও।

করোনাভাইরাসের কারণে মার্চের মাঝামাঝিতে কঠোর লকডাউনে চলে যায় স্পেন। পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ  ঘোষণা দিয়েছেন, আগামী ১ জুলাই থেকে বিদেশী পর্যটকরা স্পেনে ভ্রমণ করতে পারবেন। স্পেনের শীর্ষ ফুটবল লীগ লা-লিগা ৮ জুন থেকে শুরু হতে পারে।

চীনে উৎপত্তির পর ইউরোপের দেশগুলোতে মারাত্মকভাবে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। স্পেন, ইতালি, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানির মতো  দেশগুলো বিপর্যয় থেকে বাঁচতে কঠোর লকডাউন কর্মসূচি আরোপ করে। সম্প্রতি করোনাভাইরাস পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে এসব দেশে। ফলে দেশগুলো লকডাউন থেকে বের হওয়ার চেষ্টা করছে।

পরিস্থিতির উন্নতি হওয়ায় ইউরোপের দেশগুলো যখন লকডাউন থেকে বের হওয়ার পরিকল্পনা করছে, তখন করোনাভাইরাসের নতুন ভরকেন্দ্র হয়ে উঠেছে লাতিন আমেরিকা। করোনা সংক্রমণে দেশটি এরইমধ্যে রাশিয়াকে টপকে দ্বিতীয় স্থানে চলে এসেছে ব্রাজিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন