সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে অধিক গুরুত্ব দিয়েছে: পরিকল্পনামন্ত্রী

বণিক বার্তা প্রতিনিধি সুনামগঞ্জ

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, মুক্তিযোদ্ধাদের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা, চিকিৎসাসহ তাদের সব সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার। উপজেলা জেলা সদরে অসহায় ভূমিহীন মুক্তিযোদ্ধা পরিবারের জন্য বাড়ি নির্মাণ করা হচ্ছে। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে অধিক গুরুত্ব দিয়েছে।

গতকাল সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের মাঝে মুজিব কোট চাদর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। 

পরিকল্পনামন্ত্রী বলেন, করোনা মহামারীতে সরকার জনগণের পাশে থেকে তাদের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিচ্ছে। অসহায়দের আড়াই হাজার টাকা করে অর্থ সহায়তা দেয়া হচ্ছে। আল্লাহর রহমতে আমরা শিগগিরই এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হব।

সময় অন্যদের মধ্যে সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার হায়াতুন নবী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন