কর্মহীন মানুষের মাঝে রংপুর চেম্বারের খাদ্যসামগ্রী বিতরণ শুরু

বণিক বার্তা প্রতিনিধি রংপুর

আসন্ন ঈদ উপলক্ষে করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া রংপুরের নিম্ন আয়ের মানুষসহ শ্রমিক, দিনমজুর, বস্তিবাসী, দোকান কর্মচারী, আদিবাসী সম্প্রদায় এবং অসচ্ছল দুস্থ তিন হাজার পরিবারের কষ্ট লাঘবের উদ্দেশ্যে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে রংপুরের বিভিন্ন এলাকায় ঈদের আগের দিন পর্যন্ত পর্যায়ক্রমে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। সম্প্রতি রংপুরের জেলা প্রশাসক মো. আসিব আহসান রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারের কাছে ৭৫০ প্যাকেট খাদ্যসামগ্রী হস্তান্তরের মাধ্যমে কার্যক্রমের সূচনা করেন রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু। 

সুষ্ঠুভাবে খাদ্যসামগ্রী বিতরণের লক্ষ্যে রংপুরের জেলা প্রশাসক মো. আসিব আহসানের মাধ্যমে ৫০০ প্যাকেট রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারের ২৫০ প্যাকেট খাদ্যসামগ্রী এবং বাকি হাজার ২৫০ প্যাকেট ত্রাণসামগ্রী রংপুর চেম্বার পরিচালনা পর্ষদের কর্মকর্তা পরিচালকরা ঈদের আগের দিন পর্যন্ত পর্যায়ক্রমে বিতরণ করবে।

খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে পাঁচ কেজি চাল, ৫০০ গ্রাম লবণ, এক কেজি পেঁয়াজ, ৫০০ মিলিলিটার তেল, এক কেজি ডাল, এক পিস সাবান, ৪০০ গ্রাম মুড়ি, ৫০০ মিলিলিটার প্যাকেট দুধ, ৪০০ গ্রাম লাচ্ছা সেমাই, ৫০০ গ্রাম চিনি, ৪০০ গ্রাম বেকারি বিস্কুট এবং এক পিস মিষ্টিকুমড়া রয়েছে।

ত্রাণসামগ্রী বিতরণকালে আরো উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহসভাপতি মোজতোবা হোসেন রিপন এবং পরিচালক মো. রিয়াজ শহিদ শোভন, মো. আশরাফুল আলম আল আমিন, মো. জুলফিকার আজিজ খান ভুট্টু, মো. আমজাদ হোসেন চৌধুরী, মো. ওবায়দুর রহমান রতন, খেমচাঁদ সোমানী রবি চেম্বার সচিব . মো. রেজা-উন-নূর।

এর আগে গত এপ্রিল করোনা সংকট মোকাবেলায় রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে রংপুরের বিভিন্ন এলাকায় অসহায় হতদরিদ্র, গরিব, দুস্থ হাজার ৮০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন