মিরসরাইয়ে ৩০০ কর্মহীন পরিবারকে খাদ্যসামগ্রী দিল অপকা

বণিক বার্তা প্রতিনিধি মিরসরাই

করোনাভাইরাসের কারণে কর্মহীন হতদরিদ্র ৩০০ পরিবারের মাঝে মুরগি খাদ্যসামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা অপকা। সম্প্রতি মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর হাজীশ্বরাই গ্রামে কর্মহীনদের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা চেয়ারম্যান আলহাজ জসীম উদ্দিন, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, অপকার নির্বাহী পরিচালক মো. আলমগীর, অপকার পরিচালনা কমিটির সদস্য সন্তোষ কুমার ভৌমিক, সাংবাদিক শারফুদ্দীন কাশ্মীর, নুসরাত জাহান কলি প্রমুখ।

অপকার নির্বাহী পরিচালক মো. আলমগীর বলেন, করোনা পরিস্থিতি দিন দিন বেড়ে যাওয়ায় দীর্ঘ সময়ব্যাপী মানুষ কর্মহীন হওয়ায় অভাব দেখা দিয়েছে। এতে করে অনেকে খেয়ে না খেয়ে দিনাতিপাত করছে। কর্মহীন, প্রতিবন্ধী, অটিজম কৃষকদের জন্য অপকা কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ৩০০ পরিবারের মাঝে মুরগি খাদ্যসামগ্রী বিতরণ করা হলো। অসহায় দুস্থদের পাশে অপকা সবসময় ছিল এবং থাকবে।

 

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন