না.গঞ্জের মুক্তিযোদ্ধাদের জন্য মডেল গ্রুপের ঈদ শুভেচ্ছা

নভেল করোনাভাইরাসের কারণে নানামুখী সংকটে দেশ। সময় মুক্তিযোদ্ধাদের প্রতি দায়বদ্ধতা থেকে ঈদের আগ মুহূর্তে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হাতে উপহার তুলে দিল দেশের অন্যতম শিল্প পরিবার মডেল গ্রুপ। নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট নুরুল হুদার হাতে উপহার তুলে দেন মডেল গ্রুপের উদ্যোক্তা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদুজ্জামান।

নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে হাজার ৭৫০ জন মুক্তিযোদ্ধাকে উপহার দেয়া হয়। মডেল গ্রুপের উদ্যোক্তা এমডি মাসুদুজ্জামান প্রসঙ্গে বলেন, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। মুক্তিযোদ্ধাদের কথা কোনো অবস্থাতেই আমরা ভুলে যেতে পারি না। করোনার সংকটে আমরা শ্রমিক নারায়ণগঞ্জের মানুষের পাশে যেমন আছি, তেমনি সীমিত সামর্থ্যের মধে?্য ঈদের সময়টায় ছোট্ট উপহার নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের পাশে থাকতে চেয়েছি।

মডেল গ্রুপের উপহারসামগ্রীতে রয়েছে পাঁচ কেজি মিনিকেট চাল, দুই কেজি পোলাওর চাল, এক কেজি মসুর ডাল, এক কেজি ছোলা, এক লিটার সয়াবিন তেল, ৪০০ গ্রাম সেমাই, আলু দুই কেজি, পেঁয়াজ এক কেজি সাবান একটি।

উপহার বিতরণের সময় মডেল গ্রুপের ডিজিএম (অ্যাডমিন, এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স) অরূপ কুমার সাহা, জিএম (ডেভেলপমেন্ট) মনিরুজ্জামান সরকার, প্রশাসনিক কর্মকর্তা তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে নভেল করোনাভাইরাস মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালনকারী চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায়ও সাহায্যের হাত বাড়িয়েছে মডেল গ্রুপ। দেড় কোটি টাকা ব্যয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান অনুসারে পিপিই, সার্জিক্যাল মাস্ক, থার্মোমিটার, গগলস প্রটেকটিভ শিল্ড এবং হ্যান্ড গ্লাভস আমদানি করে স্থানীয় জনপ্রতিনিধি জেলা প্রশাসনের মাধ্যমে সেগুলো নারায়ণগঞ্জের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে সরবরাহ করা হয়েছে। বিজ্ঞপ্তি

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন