ঈদে সিসিমপুরের বিশেষ পর্ব

‘ঘরে ঘরে ঈদ, ঘরে থেকে ঈদ’

ফিচার প্রতিবেদক

খুশির ঈদ দরজায় কড়া নাড়ছে। তবে এবার পরিস্থিতি একেবারে ভিন্ন। করোনা মহামারী আমাদের ঈদ উপযাপন একেবারেই বদলে দিচ্ছে। সিসিমপুরও পরিবর্তিত পরিস্থিতিতে শিশুদের জন্য নিয়ে আসছে ভিন্নধর্মী ঈদ আয়োজন। ঈদ উৎসবকে ঘিরে শিশুদের জন্য থাকছে সিসিমপুরের বিশেষ আয়োজন। এবার ঈদে প্রচারিত হবে সিসিমপুরের তিন পর্বের বিশেষ অনুষ্ঠান ঘরে ঘরে ঈদ, ঘরে থেকে ঈদ ঈদের দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত প্রতিদিন বিকাল ৫টা ৩০ মিনিটে বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠানটি প্রচারিত হবে।

সিসিমপুর সূত্রে জানা গেছে, সিসিমপুরের জনপ্রিয় চরিত্রগুলো তাদের বাড়িতে থেকেই অনুষ্ঠানে অংশ নেবে। ২০১৫ সাল থেকে

প্রতি ঈদে শিশুদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে আসছে সিসিমপুর। বছর অনুষ্ঠানটি প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে।

অনুষ্ঠানটির কনটেন্ট সম্পর্কে সিসিমপুরের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, সারা বিশ্ব এখন বিশেষ সময় পার করছে।

পরিস্থিতিতে শিশুদের শিক্ষা নিরাপত্তার দিকে আমাদের বিশেষ নজর দিতে হবে। ঈদের বিশেষ অনুষ্ঠানটিও সেভাবে

সাজানো হয়েছে।

শিশুদের প্রিয় চরিত্রগুলো বিনোদনের মধ্য দিয়ে ঘরে থেকেই কীভাবে ঈদের আনন্দ উপভোগ করা যায়; পুষ্টিকর খাবার, প্রচুর পানীয় আর স্বাস্থ্যকর অভ্যাস পালনের মাধ্যমে কীভাবে সুস্থ থাকা যায়, সে বিষয়গুলো শিশুদের সামনে তুলে ধরবে বলে তিনি জানান।

তিনি আরো বলেন, শুধু নিজেরাই সুস্থ থাকা নয়, কীভাবে পরিবেশের যত্ন নিয়ে পরিবেশকেও সুস্থ রাখা যায়, সেগুলো দেখানো হবে। এসবের মধ্য দিয়ে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত করোনাভাইরাস থেকে সচেতন থাকার বিষয়টিও উঠে আসবে অনুষ্ঠানে।

ঘরে ঘরে ঈদ, ঘরে থেকে ঈদ অনুষ্ঠানটি সিসিমপুরের অফিশিয়াল ফেসবুক পেজেও দেখা যাবে।

 

 

 

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন