আম্পানে লণ্ডভণ্ড পশ্চিমবঙ্গকে ১ হাজার কোটি রুপি দিলেন মোদি

বণিক বার্তা ডেস্ক

বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পানে ভারতের পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা বেড়ে ৮০ হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথ্য জানিয়েছেন। এদিকে গতকাল দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হেলিকপ্টারে চড়ে পশ্চিমবঙ্গের ক্ষতিগ্রস্ত বেশকিছু এলাকা পরিদর্শন করেছেন। মমতা পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় সময় তার সঙ্গে ছিলেন। পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী প্রাথমিকভাবে রাজ্যের তহবিল থেকে হাজার কোটি রুপি বরাদ্দ দিয়েছেন। খবর এনডিটিভি।

প্রধানমন্ত্রীর বরাদ্দ থেকে পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে যাদের মৃত্যু হয়েছে, তাদের প্রত্যেকের পরিবার লাখ রুপি করে পাবে। আর আহতরা পাবেন ৫০ হাজার রুপি করে।

হেলিকপ্টারে করে পরিদর্শন শেষে উত্তর চব্বিশ পরগনার বশিরহাটে মোদি বলেন, পশ্চিমবঙ্গকে হাজার কোটি রুপি দেয়া হবে। পুনর্বাসন পুনর্গঠন সংক্রান্ত সব বিষয়ে সহায়তা করা হবে। আমরা চাই পশ্চিমবঙ্গ এগিয়ে যাক। চরম পরীক্ষার সময় কেন্দ্র পশ্চিমবঙ্গের পাশে রয়েছে। রাজ্যটি যেন ফের নিজের পায়ে দাঁড়াতে পারে, তার জন্য আমরা একযোগে কাজ করব।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন