চাঙ্গা হয়েছে ভিয়েতনামে তুলার মজুদ

বণিক বার্তা ডেস্ক

টানা দুই বছরের চাঙ্গা ভাবের পর ২০১৮ সালে মন্দার মুখে পড়েছিল ভিয়েতনামে তুলার সমাপনী মজুদ। তবে পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয়নি। এক বছরের মাথায় ফের চাঙ্গা হয়ে উঠেছে দেশটিতে পণ্যটির মজুদ। গত বছর ভিয়েতনামে তুলার মজুদ দশমিক ২৫ শতাংশ বেড়ে ১১ লাখ ৯০ হাজার বেল (প্রতি বেলে ৪৮০ পাউন্ড) ছাড়িয়ে গেছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের সাম্প্রতিক এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। খবর এগ্রিমানি বিজনেস রেকর্ডার। 

ইউএসডিএর প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে ভিয়েতনামে তুলনার সমাপনী মজুদ ছিল লাখ ৮২ হাজার বেল, যা আগের বছরের তুলনায় ১৩ দশমিক ২২ শতাংশ বেশি। এর পরের বছর দেশটিতে পণ্যটির মজুদ ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে উন্নীত হয়। ২০১৭ সাল শেষে দেশটিতে তুলার সমাপনী মজুদ ৪৫ দশমিক ৬৯ শতাংশ বেড়ে দাঁড়ায় ১২ লাখ ৮৫ হাজার বেলে।

তবে ২০১৮ সালে এসে মন্দার মুখে পড়ে ভিয়েতনামে তুলার সমাপনী মজুদ। ২০১৮ সাল শেষে দেশটিতে পণ্যটির মজুদ দাঁড়ায় ১১ লাখ ৮৮ হাজার বেলে। এর মধ্য দিয়ে এক বছরের ব্যবধানে ভিয়েতনামে তুলার সমাপনী মজুদ কমে দশমিক ৫৫ শতাংশ।

তবে ২০১৯ সাল শেষে ভিয়েতনামে তুলার সমাপনী মজুদ বেড়ে ১১ লাখ ৯১ হাজার বেলে উন্নীত হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে ইউএসডিএ, যা আগের বছরের তুলনায় দশমিক ২৫ শতাংশ বেশি। অর্থাৎ এক বছরের ব্যবধানে দেশটিতে তুলার মজুদ বেড়েছে তিন হাজার বেল।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন