ক্ষুদ্র ব্যবসার সহায়তায় অতিরিক্ত ঋণ প্রস্তাব বিওজের

বণিক বার্তা ডেস্ক

নভেল করোনাভাইরাসের আঘাতে টালমাটাল অর্থনৈতিক প্রেক্ষাপটে ক্ষুদ্র ব্যবসার সহায়তার জন্য নতুন করে অতিরিক্ত ঋণ প্রস্তাব ঘোষণা করছে জাপানের কেন্দ্রীয় ব্যাংক। গতকাল ব্যাংক অব জাপান (বিওজে) জানায়, তারা তাদের ঋণসহায়তা কার্যক্রম সম্প্রসারণ করতে যাচ্ছে। এতে নতুন করে যুক্ত হচ্ছে ৩০ ট্রিলিয়ন ইয়েন (২৭ হাজার ৯০ কোটি ডলার) এর ফলে দেশটির ক্ষুদ্র মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য মোট আর্থিক সহায়তা প্যাকেজের পরিমাণ দাঁড়াল ৭৫ ট্রিলিয়ন ইয়েনে। খবর এএফপি।

গতকাল নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিওজে নতুন ঋণসহায়তার পাশপাশি পুরো কার্যক্রমের সময়সীমা ২০২১ সালের মার্চ পর্যন্ত বৃদ্ধির কথা জানায়। মূলত জাপান বৈশ্বিক মহামারী কভিড-১৯ সংক্রমণের আগে থেকেই অর্থনৈতিক সংকটের মধ্যে ছিল। তবে বর্তমানে পরিস্থিতি আরো খারাপ হয়েছে। এমনকি ২০১৫ সালের প্রথম প্রান্তিকের পর প্রথমবারের মতো মন্দায় পড়েছে দেশটির অর্থনীতি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন