বগুড়ায় নতুন করে করোনায় আক্রান্ত ১৭

বণিক বার্তা প্রতিনিধি বগুড়া

বগুড়ায় কারারক্ষীসহ নতুন করে ১৭ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত বুধবার রাতে তাদের শরীরে সংক্রমণের বিষয়টি নিশ্চিত করা হয়।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, বুধবার রাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাব থেকে ১৮৮টি নমুনা পরীক্ষার ফল পাওয়া যায়। এর মধ্যে ১৭টি রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে জেলার শেরপুর উপজেলায় তিনজন, গাবতলী উপজেলায় চারজন বগুড়া সদরের ১০ জন। শেরপুরে আক্রান্ত তিনজনের মধ্যে দুজন ঢাকাফেরত। তারা উপজেলার খামারকান্দি কসাইপাড়ার বাসিন্দা। আরেকজন শেরপুর থানার এক পুলিশ কনস্টেবল। গাবতলী উপজেলায় রামেশ্বরপুর, নাড়ুয়ামালা দক্ষিণপাড়ার এক দম্পতিসহ চারজন ঢাকাফেরত করোনায় আক্রান্ত। বগুড়া সদরে আক্রান্ত ১০ জনের মধ্যে ছয়জন জেলা কারাগারের কারারক্ষী তিনজন ঢাকাফেরত। ছাড়া সদরের মহাস্থানগড় এলাকা থেকে সংজ্ঞাহীন অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার করোনা পজিটিভ হয়।

তিনি জানান, পর্যন্ত বগুড়া জেলায় মোট করোনা আক্রান্ত ১১২ জন। এদের মধ্যে ১৪ জন সুস্থ হয়েছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন