আলিয়ার ধন্যবাদ

ফিচার ডেস্ক

নভেল করোনাভাইরাসের বিরুদ্ধে বিশ্বজুড়ে জীবনের ঝুঁকি নিয়ে লড়ে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। মহামারী ঠেকাতে ভারতজুড়ে চলছে লকডাউন। তবে ডাক্তারদের বিরাম নেই, তারা সেবা দিচ্ছেন রোগীদের। নিজের দেশের ডাক্তারদের একটু খুশির উপলক্ষ তৈরি করতে বিশেষ উদ্যোগ নিয়েছেন বলিউড তারকা আলিয়া ভাট। বাক্সবন্দি করে পাঠালেন ধন্যবাদ

সম্প্রতি মুম্বাইয়ের একাধিক হাসপাতালের কর্মীদের জন্য চকোলেটসহ নানা রকম মজাদার খাবার পাঠিয়েছেন আলিয়া।


কেইএম হাসপাতালের এক চিকিৎসক শ্রীপদ গঙ্গাপুরকর নিজের সোস্যাল মিডিয়ায় সেই খাবারের বাক্সের একটি ছবি শেয়ার করে বলিউড অভিনেত্রীকে ধন্যবাদও জানিয়েছেন। চকোলেটের পাশাপাশি সেই বাক্সতে রয়েছে মিষ্টি বান, অ্যাপেল ড্রিংকসসহ বিভিন্ন ধরনের স্ন্যাকস। এর পাশাপাশি ছিল থ্যাংক ইউ নোটও। সেই চিরকুটে আলিয়া লিখেছেন, আমাদের সুরক্ষিত রাখতে আপনারা প্রাণপাত করে যে সেবা দিয়ে চলেছেন, সেই জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারাই প্রকৃতপক্ষে দুনিয়ার হিরো। আলিয়ার উপহার যে মুম্বাইয়ের ডাক্তারদের আনন্দ দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

দিন দুয়েক আগেই আলিয়া ভাট লকডাউনে বাড়িতে হেয়ার কাট করে সোস্যাল ছবি দিয়েছিলেন, যা নিয়ে রীতিমতো সরগরম ছিল নেটদুনিয়া।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

 

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন