ভারতে করোনা সংক্রমণ লাখ ছাড়ালো

বণিক বার্তা অনলাইন

প্রতিবেশী দেশ ভারতে করোনাভাইরাসে আক্রান্ত সংখ্যা লাখ ছাড়িয়েছেন। গতকাল দেশটিতে আক্রান্তের সংখ্যায় সর্বোচ্চ রেকর্ড করেছে। আজ মঙ্গলবার দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেল। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় দেওয়া হিসাবে অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন চার হাজার ৯৭০ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ এক হাজার ১৩৯ জন। এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩৪ জনের। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল তিন হাজার ১৬৩-তে।

ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাস দ্রুতই বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। তবে চীনের প্রতিবেশী দেশ ভারতে এর প্রথম সংক্রমণ শনাক্ত হয় প্রায় মাস খানেক পড়ে। জন্স হপকিনস ইউনিভার্সিটির (১৯ মে) তথ্যমতে, বিশ্বের মাত্র ১১তম দেশ হিসেবে ভারত সংক্রমণের সংখ্যা লাখ পার হলো। এ তালিকায় সবার ওপরে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে সংক্রমণের সংখ্যা ১৫ লাখ পেরিয়েছে। এরপরেই আছে রাশিয়া ২৯ লাখ ৬ হাজার, ব্রাজিল দুই লাখ ৫৫ হাজার, যুক্তরাজ্য দুই লাখ ৪৭ হাজার, স্পেন দুই লাখ ৩১ হাজার, ইতালি দুই লাখ ২৫ হাজার, ফ্রান্স এক লাখ ৮০ হাজার, জার্মানি এক লাখ ৭৬ হাজার, তুরস্ক এক লাখ ৫০ হাজার এবং ইরান এক লাখ ২২ হাজার।

আগেভাগে দীর্ঘ লকডাউন ঘোষণা করেও সংক্রমণ ঠেকাতে পারেনি মোদি সরকার। চার মাসের মাথায় ঢুকে গেল সংক্রমণের শীর্ষ দেশের তালিকায়। মার্চের শেষেও যেখানে সংখ্যাটা দেড় হাজারেরও কম, সেখানে শুধু মে মাসের প্রথম তিন সপ্তাহেই সংখ্যাটা ৬৬ হাজারেরও বেশি বেড়েছে।

ভারতে করোনায় আক্রান্ত রাজ্যগুলির মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। দেশের করোনা আক্রান্তের এক তৃতীয়াংশেরও বেশি সেখানে। এই মুহূর্তে মহারাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত ৩৫ হাজার ৫৮ জন। সেখানে মৃত্যু হয়েছে এক হাজার ২৪৯ জনের। এর পরেই রয়েছে তামিলনাড়ু। সেখানে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৭৬০ জন। এরপর ক্রমান্বয়ে আছে গুজরাট, দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন