পর্যটকদের জন্য বালি উন্মুক্ত হবে আগামী অক্টোবরে

ইন্দোনেশিয়ার গ্রীষ্মমণ্ডলীয় অবকাশ কেন্দ্র বালি দ্বীপটি আগামী অক্টোবরে পর্যটকদের জন্য খুলবে। নভেল করোনাভাইরাস নিয়ন্ত্রণে সফলতার দাবি করে শুক্রবার ঘোষণা দেয় দ্বীপরাষ্ট্রটির সরকার। ইন্দোনেশিয়ায় নভেল করোনাভাইরাসে ১৬ হাজার ৪৯৬ জন আক্রান্ত এবং হাজার ৭৬ জন মারা গেলেও বালিতে আক্রান্ত হয়েছে ৩৪৩ জন এবং মারা গেছে চারজন। যদি সংক্রমণের হার কমিয়ে আনা যায় তাহলে বালিসহ দেশের বেশকিছু অংশ আগামী জুন থেকে অক্টোবরের মধ্যে চালুর পরিকল্পনা করছে পর্যটন মন্ত্রণালয়। পর্যটন সচিব নি ওয়াইয়ান গিরি আদনিয়ানি এক বিবৃতিতে আরো জানানইয়োগিকারতা, রিয়াউ আইল্যান্ডস প্রদেশসহ কিছু শহর অক্টোবরের দিকে আংশিকভাবে চালু হচ্ছে। বালির অর্থনীতি মোটাদাগে পর্যটনের ওপর নির্ভরশীল। জানুয়ারি থেকে মার্চের মধ্যে বালির জিডিপি দশমিক ১৪ শতাংশ সংকুচিত হয়েছে। মার্চে ইন্দোনেশিয়ায় পর্যটক আগমন গত বছরের একই মাসের তুলনায় ৬০ শতাংশ বেড়েছে। চীনা পর্যটক আগমন কমেছে ৯৭ শতাংশ। রয়টার্স

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন