রেকর্ড সর্বোচ্চের পথে এগোচ্ছে স্বর্ণের দাম

বণিক বার্তা ডেস্ক

আন্তর্জাতিক বাজারে কয়েকদিন ধরেই ঊর্ধ্বমুখী রয়েছে স্বর্ণের দাম। ধারাবাহিকতায় গত শুক্রবার মূল্যবান ধাতুটির দাম বেড়ে সাত বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠেছে। মূলত বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় স্তরের ধাক্কার আশঙ্কা স্বর্ণের বাজার চাঙ্গা করেছে। মূল্যবান ধাতুটির দাম যে হারে বাড়ছে, তাতে শিগগিরই তা ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে পৌঁছে যেতে পারে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। খবর মার্কেট ওয়াচ বিজনেস স্ট্যান্ডার্ড।

টানা চারদিনের চাঙ্গা ভাবের ধারাবাহিকতায় শুক্রবার যুক্তরাষ্ট্রের বাজারে প্রতি আউন্স স্বর্ণের স্পটমূল্য হাজার ৭৪৭ ডলার ৯৪ সেন্টে উন্নীত হয়েছে, যা আগের দিনের তুলনায় দশমিক শতাংশ বেশি। গত এপ্রিলে মূল্যবান ধাতুটির দাম সাত বছরের সর্বোচ্চে উঠেছিল। এবার সেটাও ছাড়িয়ে গেছে স্বর্ণের দাম। এদিন যুক্তরাষ্ট্রের বাজারে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি আউন্স স্বর্ণ বেচাকেনা হয় হাজার ৭৫৯ ডলার ৫০ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক শতাংশ বেশি।

দিন শেষে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি আউন্স রুপা বিক্রি হয় ১৬ ডলার ৬৬ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক শতাংশ বেশি। গত দুই মাসের মধ্যে এটাই রুপার সর্বোচ্চ দাম।

ভারতীয় গণমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে যে হারে স্বর্ণের দাম বাড়ছে, তাতে ইতিহাসের সর্বোচ্চে দাম ওঠা এখন সময়ের ব্যাপার মাত্র। সর্বোচ্চ অবস্থান থেকে সাকল্যে ১৫৫ ডলার দূরে রয়েছে স্বর্ণের আউন্স। ভারতের বাজারে এরই মধ্যে ইতিহাসের সর্বোচ্চে উঠে গেছে স্বর্ণের দাম। গতকাল দেশটিতে প্রতি ১০ গ্রাম স্বর্ণ ৪৬ হাজার ৮৭৯ রুপিতে (ভারতীয় মুদ্রা) বিক্রি হয়। একদিনেই মূল্যবান ধাতুটির দাম প্রতি ১০ গ্রামে ৬৪৬ রুপি বেড়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ব্লু লাইন ফিউচার্স এলএলসির প্রধান বাজার কৌশলবিদ ফিল স্ট্যাবল বলেন, নভেল করোনাভাইরাস মহামারীর সঙ্গে লড়াই করছে যুক্তরাষ্ট্র, ইউরোপ এশিয়ার দেশগুলো। এরই মধ্যে চীন দক্ষিণ কোরিয়ায় নতুন করে কভিড-১৯ রোগী শনাক্তের কথা জানা গেছে। সব মিলিয়ে বৈশ্বিক মহামারী দ্রুত বিদায় নেবে, এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। উল্টো দ্বিতীয়বার কোনো দেশ আক্রান্ত হলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠতে পারে। এমন আশঙ্কা নিরাপদ বিনিয়োগ উৎস হিসেবে পরিচিত স্বর্ণের বাজারকে চাঙ্গা করে তুলেছে।

 

 

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন