লকডাউনে ভারতে জ্বালানি চাহিদা ৪৬% কমেছে

বণিক বার্তা ডেস্ক

নভেল করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে দেশজুড়ে চলমান লকডাউন ভারতে জ্বালানি চাহিদায় পতন ঘটিয়েছে। চলতি বছরের এপ্রিলে দেশটিতে জ্বালানি পণ্যের চাহিদা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৬ শতাংশ কমে এক যুগের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। ভারতের সরকারি প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স।

ভারত মূলত দ্রুতবর্ধনশীল জ্বালানি চাহিদার দেশ। সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিলে দেশটিতে জ্বালানি পণ্যের সম্মিলিত চাহিদা দাঁড়িয়েছে ৯৯ লাখ ৩০ হাজার টনে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪৫ দশমিক শতাংশ কম। ২০০৭ সালের পর ভারতে আর কোনো মাসেই জ্বালানি পণ্যের চাহিদা এত কমেনি।

২৪ মার্চ থেকে ভারতে লকডাউন শুরু হয়েছে। ফলে পরিবহন উৎপাদন খাত স্থবির হয়ে পড়ায় দেশটিতে জ্বালানি চাহিদায় পতন দেখা দিয়েছে।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন