মুম্বাইয়ের দেয়ালে ইরফানের ম্যুরাল

ফিচার ডেস্ক

ইরফান খান প্রয়াত হয়েছেন প্রায় এক সপ্তাহ হচ্ছে বিশ্বজুড়ে অনেক ভক্ত তাকে মিস করছেন তাদের বেশির ভাগই সোস্যাল মিডিয়ায় ইরফানের অভিনয়ের প্রশংসা করে এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়ে পোস্ট করছেন এখন বলিউড আর্ট প্রজেক্ট (বিএপি) নামক একটি আরবান পাবলিক আর্ট প্রকল্প, তাদের ট্রেডমার্ক স্টাইলে ইরফানকে শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছে ম্যুরাল শিল্পী রঞ্জিত দাহিয়া মুম্বাইয়ের একটি দেয়ালে ইরফানের দৃষ্টিনন্দন ম্যুরাল তৈরি করেছেন

মজার ব্যাপার হলো দ্য লাঞ্চবক্স সিনেমায় ইরফান খান অভিনীত চরিত্র সাজান ফার্নান্দেজ যে বাসায় থাকতেন, ম্যুরালটি সেই বাসার কাছেই তৈরি করা হয়েছে ম্যুরালটির বিষয়ে কথা বলতে গিয়ে হিন্দুস্তান টাইমসকে রঞ্জিত বলছেন, ‘ইরফানকে আমি খুবই পছন্দ করতাম আমি মুম্বাইয়ে অনেক বলিউড অভিনেতার ম্যুরাল বানিয়েছি, তাই ভাবলাম ইরফানকেও আমার শ্রদ্ধা জানানো উচিত

রঞ্জিতের আঁকা সাদা-কালো দেয়াল চিত্রকর্মে ইরফান খানের প্রতিকৃতি চমত্কারভাবে ফুটে উঠেছে মনে হচ্ছে তার চোখ দুটি যেন তীব্রভাবে কথা বলছে ম্যুরালটি নিয়ে রঞ্জিত বলেন, ‘এটি বানাতে আমার এক বন্ধুর সাহায্য নিয়েছিলাম যখন আমরা এটি আঁকছিলাম তখন শারীরিক দূরত্ব বজায় রেখেছিলাম এবং রাস্তার কারো সঙ্গে কথা বলিনি

আহমেদাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন থেকে স্নাতক পাস করা শিল্পী রঞ্জিত দাহিয়া বলিউডের অমিতাভ বচ্চন, মধুবালা, শ্রীদেবীসহ আরো অনেকের ম্যুরাল তৈরি করেছেন এরপরে তিনি ঋষি কাপুরের একটি ম্যুরাল বানাবেন বলেও পরিকল্পনা করেছেন এই বিষয়ে রঞ্জিত বলেন, ‘তিনিও আমার পছন্দের একজন অভিনেতা ছিলেন তার সিনেমা দেখে আমি বেড়ে উঠেছি আমরা আঁকার জন্য একটি দেয়াল এবং আঁকার উপকরণ কিনতে আর্থিকভাবে সাহায্য করবেন এমন মানুষ খুঁজছি, কারণ বর্তমান সময়টি আমাদের মতো শিল্পীদের জন্য খুবই কঠিন

 

সূত্র: ডিএনএ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন