মহারাষ্ট্রে ট্রেনে কাটা পড়ে ১৬ অভিবাসী শ্রমিকের মৃত্যু

বণিক বার্তা ডেস্ক

ভারতের মহারাষ্ট্রে একটি মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে গতকাল অন্তত ১৬ অভিবাসী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে রেলওয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতরাসহ অভিবাসী শ্রমিকদের একটি দল হেঁটে বাড়ি যাওয়ার পথে ক্লান্ত হয়ে রেললাইনের ওপর ঘুমিয়ে ছিল সময় ট্রেনটি তাদের ওপর দিয়ে চলে যায় খবর রয়টার্স বিবিসি

ভারতের রেলওয়ে মন্ত্রণালয় জানায়, শ্রমিকরা মূলত আওরঙ্গবাদমুখী সড়ক ধরে হাঁটছিলেন পরে তারা রেললাইন ধরে হাঁটা শুরু করেন টানা ৩৬ কিলোমিটার হাঁটার পর তারা ক্লান্ত হয়ে রেললাইনের ওপরই ঘুমিয়ে পড়েন গতকাল খুব ভোরে চালক রেললাইনের ওপর শ্রমিকদের দেখে ট্রেনটি থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন ঘটনায় তদন্ত শুরু হয়েছে

স্থানীয় পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, শ্রমিকরা ভেবেছিলেন লকডাউনের কারণে ট্রেন চলবে না ফলে তারা নিশ্চিন্তে ঘুমিয়ে যান মূলত ভারতে লকডাউন শুরু হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে কর্মরত অভিবাসী শ্রমিকরা বিপাকে পড়েন কাজ না থাকায় বাড়িতে ফিরতে চাইলেও বাধা হয়ে দাঁড়ায় পরিবহন সংকট অবস্থায় লাখো শ্রমিক হেঁটেই বাড়ি ফেরার চেষ্টা করছেন

এদিকে চলতি মাসের শুরু থেকে বাধ্যবাধকতা কিশুটা শিথিলের পাশাপাশি শ্রমিকরা বিশেষ ট্রেন বাসে করে বাড়ি ফিরতে পারবেন বলে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয় গতকালের দুর্ঘটনায় শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, মহারাষ্ট্রের আওরঙ্গবাদে মর্মান্তিক দুর্ঘটনায় শ্রমিকদের প্রাণহানিতে তিনি অত্যন্ত মর্মাহত

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন