ঈদের আগে জুয়েলারি দোকান খুলছে না

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের (কভিড-১৯) সংক্রমণ রোধ ও ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করে আগামী ঈদুল ফিতর পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকান বন্ধ রাখার পক্ষে মত দিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়াল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় বাজুসের কার্যনির্বাহী কমিটি টেলি কনফারেন্সের মাধ্যমে জরুরি মতবিনিময় সভার আয়োজন করে। সভায় সর্বসম্মতিক্রমে সংক্রমণ রোধ, ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করে ঈদুল ফিতর পর্যন্ত সব জুয়েলারি দোকান বন্ধ রাখার পক্ষে মতামত দেয়া হয়।

তবে নিজ নিজ মার্কেট কমিটি বা স্থানীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কোনো জুয়েলার্স যদি সীমিত পরিসরে এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রাখতে চায়, তাহলে তার সব দায়ভার ওই দোকানকেই নিতে হবে। পরে কোনো জটিলতা তৈরি হলে তার দায় বাজুস নেবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন