সাময়িক ছুটিতে যুক্তরাজ্যের ১০ লাখের বেশি কর্মী

বণিক বার্তা ডেস্ক

যুক্তরাজ্যের বিভিন্ন সংস্থা তাদের ১০ লাখের বেশি কর্মীকে সাময়িক ছুটিতে পাঠিয়েছে। দেশটির অর্থমন্ত্রী ঋষি সুনাক জানিয়েছেন, নভেল করোনাভাইরাসের প্রভাব থেকে ব্রিটিশ অর্থনীতিকে সহায়তার জন্য গত সোমবার সবচেয়ে ব্যয়বহুল প্রোগ্রাম চালু করে সরকার। এর পর থেকে এখন পর্যন্ত সহায়তা পেতে রীতিমতো আবেদনের বন্যা বয়ে গেছে। প্রথম ঘণ্টায় আবেদন পড়েছে লাখ ৪০০ হাজার। খবর রয়টার্স।

ব্রিটিশ অর্থমন্ত্রী জানান, স্কিমের আওতায় নভেল করোনাভাইরাসজনিত লকডাউন চলাকালে চাকরি স্থগিত করা হয়েছে, এমন কর্মীদের জন্য তাদের নিয়োগকারীদের ৮০ শতাংশ মজুরি বিল প্রদান করা হবে। অনুদান দেয়া হবে জুনের শেষ পর্যন্ত।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন