ছয় শিল্প এলাকার ১৩৬২ কারখানা শ্রমিকদের বেতন পরিশোধ করেনি

নিজস্ব প্রতিবেদক

দেশের শিল্পঘন ছয় এলাকা আশুলিয়া, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, খুলনা, ময়মনসিংহ এলাকার ১ হাজার ৩৬২ কারখানার শ্রমিকদের মার্চ মাসের বেতন-ভাতা গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত অপরিশোধিত ছিলো। 

শিল্প পুলিশের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, বেতন-ভাতা অপরিশোধিত থাকা কারখানাগুলোর মধ্যে ৩৩ শতাংশ বা ৪৫০টি কারখানা পোশাক শিল্পের।

ছয় শিল্প এলাকায় মোট কারখানা আছে ৭ হাজার ৬৩৫টি। যার মধ্যে পোশাক শিল্প মালিক সংগঠন বিজিএমইএ সদস্য কারখানা বিজিএমইএ ১ হাজার ৯১৫টি। পোশাক শিল্প মালিকদের আরেক সংগঠন বিকেএমইএ সদস্য কারখানা ১ হাজার ১০১টি। পোশাক শিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ প্রাইমারি টেক্সটাইল খাতের সংগঠন বিটিএমএ সদস্য কারখানা ৩৮৯টি। বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের(বেপজা) কারখানা ৩৬৪টি। এছাড়া অন্যান্য খাতের কারখানা আছে ৩ হাজার ৮৬৬টি।

গতকাল ১৯ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত শিল্প পুলিশের হিসাবে দেখা যায়, বিজিএমইএ সদস্য ৩১১ কারখানার শ্রমিকদের বেতন পরিশোধ হয়নি। আবার বিকেএমইএর সদস্য ১৩৯ কারখানার শ্রমিকদের বেতনও অপরিশোধিত ছিল গতকাল পর্যন্ত। এ হিসেবে শুধু গার্মেন্টস খাতের ৪৫০ কারখানার শ্রমিকদের বেতন পরিশোধ হয়নি। 

এদিকে এ শিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ খাতের বিটিএমএ সদস্য ৪৪ কারখানার বেতনও গতকাল সন্ধ্যা পর্যন্ত অপরিশোধিত ছিল। 

এছাড়া বেপজার আওতায় থাকা ১৯ কারখানার শ্রমিকদের বেতন-ভাতাও পরিশোধ করা হয়নি। গতকাল সন্ধ্যা পর্যন্ত বেতন-ভাতা পাননি অন্যান্য খাতের ৮৪৯টি কারখানার শ্রমিকরাও। 

উল্লেখ্য, ছয় শিল্প এলাকায় বস্ত্র-পোশাক শিল্পের কারখানা ছাড়াও আছে ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, রি-রোলিং, কেমিকেল, মোবাইল শিল্প সংযোজনসহ বিভিন্ন খাতের শিল্প কারখানা রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন