কভিড-১৯ সংকট

বিদেশীদের ভিসার মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়াল ভারত

কূটনৈতিক প্রতিবেদক

ভারতে আটকে পড়া বিদেশী নাগরিকদের ভিসার মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বৈধ থাকবে। নিয়মিত ভিসার পাশাপাশি ই-ভিসারও মেয়াদ ওই সময় পর্যন্ত বহাল থাকছে। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিল মধ্যরাত পর্যন্ত যেসব বিদেশীর ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শেষ হয়ে যাবে, তাদের ভিসার মেয়াদ বাড়ানো হবে। আগামী ৩০ এপ্রিল মধ্যরাত পর্যন্ত তাদের ভিসার মেয়াদ বাড়ছে। আটকে পড়া বিদেশী নাগরিকদের অনলাইনে ভিসার জন্য আবেদন করতে হবে। 

করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে গত ২৪ মার্চ থেকে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছে ভারত সরকার। এ সময় শেষ হওয়ার একদিন আগেই তা বাড়িয়ে ৩ মে পর্যন্ত করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

লকডাউনের পাশাপাশি ভারতে বন্ধ রয়েছে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান যোগাযোগ ব্যবস্থা। এ অবস্থার পরিপ্রেক্ষিতে আটকে পড়া বিদেশী নাগরিকদের ভিসার মেয়াদ বাড়ানো হচ্ছে।

এদিকে ঢাকাস্থ ভারতীয় হাইক‌মিশন জা‌নি‌য়ে‌ছে, পরবর্তী  নি‌র্দেশনা না দেয়া পর্যন্ত  জরুরী ছাড়া সব ধর‌নের কনস্যুলার সেবা বন্ধ থাক‌বে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন