অ্যাক্ট কভিড-১৯ অনলাইন হ্যাকাথন

দেশের তরুণদের অংশগ্রহণের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য স্বাস্থ্যসেবার পাশাপাশি বিশ্বব্যাপী অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে কভিড-১৯। দেশের তরুণদের সহযোগিতায় পরিস্থিতি মোকাবেলা করতে অ্যাক্ট কভিড-১৯ অনলাইন হ্যাকাথন আয়োজন করেছে তথ্য যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ।

বর্তমান ভবিষ্যতের জাতীয় সংকট মোকাবেলার জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে কলফরনেশন নামে একটি প্লাটফর্ম তৈরি করা হয়েছে। গত ৩০ মার্চ জুনাইদ আহমেদ পলক প্লাটফর্মের উদ্বোধন করেন। কলফরনেশন প্লাটফর্মের প্রথম কার্যক্রম হিসেবে অনুষ্ঠিত হচ্ছে অ্যাক্ট কভিড-১৯ অনলাইন হ্যাকাথন

হ্যাকাথন সম্পর্কে বিস্তারিত নিয়মকানুন জানা নিবন্ধন করা যাবে  https://callfornation.com/ লিংক থেকে। অংশগ্রহণকারী একক বা দলগতভাবেও হ্যাকাথনে অংশগ্রহণের সুযোগ পাবেন। আগ্রহীদের অবশ্যই উদ্ভাবনের প্রোটোটাইপসহ ২০ এপ্রিলের মধ্যে প্রস্তাবিত প্রকল্প জমা দিতে হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন