বেতন নেবেন না এয়ার এশিয়ার প্রতিষ্ঠাতারা

বণিক বার্তা ডেস্ক

নভেল করোনাভাইরাস পরিস্থিতিতে বেতন নেবেন না বলে জানিয়েছেন মালয়েশিয়ার বিমান পরিবহন সংস্থা এয়ার এশিয়া গ্রুপ বিএইচডির প্রতিষ্ঠাতারা। একই সঙ্গে বেতনের ৭৫ শতাংশ পর্যন্ত কর্তনের বিষয়ে সম্মত হয়েছেন সংস্থাটির কর্মীরাও। শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন এয়ার এশিয়ার প্রধান নির্বাহী টনি ফার্নান্দেজ। খবর রয়টার্স।

সামাজিক যোগযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে টনি ফার্নান্দেজ জানান, তিনি নির্বাহী চেয়ারম্যান কামারুদ্দিন মেরানুন চলমান পরিস্থিতি সংকটকালে সংস্থাটি থেকে কোনো বেতন নেবেন না। এছাড়া বিমান পরিবহন সংস্থাটির কর্মীরাও সাময়িকভাবে বেতন কর্তনের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। জ্যেষ্ঠতার ভিত্তিতে কর্মীদের বেতন ১৫-৭৫ শতাংশ পর্যন্ত কর্তন করা হবে। এর মধ্য দিয়ে সবাই মিলে তাদের সংস্থার সংকট মোকাবেলা করবেন।

এয়ার এশিয়ার প্রধান নির্বাহী জানান, বর্তমানে তাদের কোনো আয় হচ্ছে না। গ্রাউন্ডেড অবস্থায় আছে উড়োজাহাজ বহরের ৯৬ শতাংশ। এর মধ্যেও এখনো তারা গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিশ্রুতি পাচ্ছেন। বিশেষ করে জ্বালানি সরবরাহকারক লিজিং এজেন্টরা সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন