আফগানিস্তান ও লেবাননে রফতানি করবে ভারত

বণিক বার্তা ডেস্ক

দেশজুড়ে ২১ দিনের লকডাউনের কারণে ভারতের আমদানি-রফতানি কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। তবে এর মধ্যেও দেশটি আফগানিস্তান লেবাননে গম রফতানি করবে। মূলত নভেল করোনাভাইরাসের মহামারীর মধ্যে সম্ভাব্য খাদ্য সংকট এড়াতে দেশ দুটির বিশেষ অনুরোধে ভারত কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে রফতানি কার্যক্রম পরিচালনা করবে। ভারতের কৃষি কৃষক উন্নয়নবিষয়ক মন্ত্রী নরেন্দ্র সিং তুমার তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স বিজনেস লাইন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারতের মন্ত্রী বলেন, চলমান মহামারীর মধ্যে সম্ভাব্য খাদ্য সংকট এড়াতে ভারতের কাছে গম চেয়েছে আফগানিস্তান লেবানন। দেশ দুটির আহ্বানে সাড়া দিয়েছে দিল্লি। যেহেতু আমরা অভ্যন্তরীণ চাহিদার তুলনায় বেশি গম উৎপাদন করি, তাই রফতানি করলে কোনো সমস্যা হবে না। কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে কিছুদিনের মধ্যেই আফগানিস্তানে ৫০ হাজার টন গম রফতানি করা হবে। লেবাননে রফতানি করা হবে আরো ৪০ হাজার টন গম।

তিনি আরো বলেন, আফগানিস্তান লেবাননের সঙ্গে সরকারি পর্যায়ে গম রফতানির জন্য কূটনৈতিক চুক্তি হবে। এর আওতায় কৃষিপণ্যটি রফতানি করা হবে। এরই মধ্যে গম রফতানির জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেশন মার্কেটিং ফেডারেশন অব ইন্ডিয়াকে বলা হয়েছে।

উল্লেখ্য, ভারত বিশ্বের তৃতীয় শীর্ষ গম উৎপাদনকারী দেশ। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছর দেশটি সব মিলিয়ে ১০ কোটি ৬২ লাখ ১০ হাজার টন গম উৎপাদনের আশা করছে, যা ভারতের ইতিহাসে নতুন রেকর্ড। গত বছর দেশটিতে রেকর্ড সর্বোচ্চ ১০ কোটি ২১ লাখ ৯০ হাজার টন গম উৎপাদন হয়েছিল।

অন্যদিকে মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) তথ্য অনুযায়ী, বিদায়ী বছরে ভারতীয় রফতানিকারকরা আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে পাঁচ লাখ টন গম রফতানি করেছিলেন, যা আগের বছরের তুলনায় দশমিক ৮১ শতাংশ বেশি। ভারতের ইতিহাসে ২০১২ সালে রেকর্ড ৬৮ লাখ ২৪ হাজার টন গম রফতানি হয়েছিল।

 

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন