খুমেকের ফ্লু কর্নারে ভর্তির ৭ ঘণ্টা পর শিশুর মৃত্যু

বণিক বার্তা প্রতিনিধি, খুলনা

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ফ্লু কর্নারে ভর্তির ৭ ঘণ্টা পর এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম রাফাত (৬ মাস)। সে খালিশপুর ক্রিসেন্ট জুট মিল গেট এলাকার ফোরকানের ছেলে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিট মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, শিশু রাফাতকে নিউমোনিয়ায় আক্রান্ত অবস্থায় গতকাল শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৩টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ওইদিন বিকাল ৫টার দিকে তাকে ফ্লু কর্নারে নেয়া হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

তার নমুনা সংগ্রহের পর তা পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজের পরীক্ষা ল্যাবে পাঠানো হয়েছে। শিশুটি নিউমো‌নিয়ায় আক্রান্ত হওয়ার কারণে জ্বর, সর্দি, কাশি সব ধরনের লক্ষণই তার মধ্যে ছিল। এখন পরীক্ষায় বোঝা যাবে সে করোনা পজিটিভ ছিল কী না।

তিনি জানান, শনিবার বেলা ১২টা পর্যন্ত খুমেক হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ৬ জন ভর্তি রয়েছেন।

উল্লেখ্য, এ পর্যন্ত খুলনায় জ্বর, সর্দি ও কাশি নিয়ে ছয়জনের মৃত্যু হল। কিন্তু আগের পাঁচজনের নমুনা পরীক্ষার পর কারো শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এখন নমুনা পরীক্ষার পর শিশু রাফাতের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।  

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন