ঢাকায় এবার করোনায় আক্রান্ত নাট্যনির্মাতা

ফিচার প্রতিবেদক

নভেল করোনাভাইরাসে এবার ঢাকার একজন নাট্যনির্মাতা আক্রান্ত হয়েছেন। আজ শনিবার (১১ এপ্রিল) সকালে বাংলাদেশের টিভি নাটকের পরিচালকদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড’-এর সাধারণ সম্পাদক এস এ হক অলিক বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমাদের একজন নির্মাতা বন্ধু আক্রান্ত হয়েছেন। আমরা গতকাল (শুক্রবার) বিকেলেই শুনেছি। সঙ্গে সঙ্গে কাল রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লক্ষণ দেখে তিনি নিজেই আগে টেস্ট করতে দিয়েছিলেন এবং তিনি কভিড-১৯ পজেটিভ বলে গতকাল তাকে নিশ্চিত করা হয়েছে। তার পরিবারকে আইসোলেশনে রাখা হয়েছে। আজ তার পরিবারের সদস্যদেরও টেস্ট করানো হবে।’ 

করোনাভাইরাসে আক্রান্ত নির্মাতাকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে আক্রান্ত নির্মাতার চিকিৎসার সব দায়িত্ব ডিরেক্টরস গিল্ড বহন করবে বলে কার্যনির্বাহী পরিষদ সিদ্ধান্ত নিয়েছে। 

গতকাল ‘ডিরেক্টরস গিল্ড’-এর সভাপতি নির্মাতা সালাহউদ্দীন লাভলু ও সাধারণ সম্পাদক এস এ হক অলিক সংগঠনটির ফেসবুকে পেজে দেয়া এক বিবৃতিতে বলেছেন, ‘ডিরেক্টরস গিল্ডের কার্যনির্বাহী পরিষদ তার সুস্থতার জন্য যা যা করা প্রয়োজন তা করার সকল প্রস্তুতি নিয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন।’

তারা করোনায় আক্রান্ত নির্মাতার নাম না প্রকাশের অনুরোধ জানান। তারা বলেন, ‘দয়া করে কেউ তার নাম জানতে চাইবেন না। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী তার নাম আমরা কোন ভাবেই প্রকাশ করতে পারি না।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন