১২-১৫ এপ্রিল খোলা থাকবে ভ্যাট অফিস

নিজস্ব প্রতিবেদক

নভেল করোনা ভাইরাসের বিস্তার রোধে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি চলছে। প্রথমে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি থাকলেও কয়েক দফায় তা বাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত। তবে এই সাধারণ ছুটির মধ্যেই আগামী ১২ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সীমিত আকারে ভ্যাট সার্কেল অফিসগুলো খোলা থাকবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্যাট আইন অনুযায়ী প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে ভ্যাট রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। সে লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড শুধু ভ্যাট রিটার্ন দাখিলের সুবিধার্থে সরকারি সাধারণ ছুটির সময়ে সীমিত আকারে ভ্যাট সার্কেল অফিসগুলো ১২ এপ্রিল ২০২০ থেকে ১৫ এপ্রিল ২০২০ পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন