হোম কোয়ারেন্টিনের সুযোগ চান মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা

নিজস্ব প্রতিবেদক

নভেল করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশের আড়াই লাখ মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কোয়ারেন্টিন গ্রহণের সুযোগ প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) ওষুধ বিপণন শিল্পে কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের পক্ষ থেকে -সংক্রান্ত একটি খোলা চিঠি স্বাস্থ্যমন্ত্রী, জেলা প্রশাসকের কার্যালয়, মেট্রোপলিটন কার্যালয়সহ প্রতিটি ফারিয়া কার্যালয় বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা ওষুধ প্রস্তুত সরবরাহের কাজে নিয়োজিত নন। তাদের মেডিকেল ইনফরমেশন শেয়ারের কার্যক্রম এখন সীমিত। তাদের আরেকটি কার্যাদেশ সংগ্রহ করা। কাজটি এখন মোবাইলেই করা যেতে পারে।

বিদ্যমান দুর্যোগপূর্ণ মুহূর্তে কয়েকটি কোম্পানি বাদে অন্যরা আমাদের বেতন-ভাতা প্রদানে অস্বীকৃতি জানাচ্ছে। তাদের যুক্তি, বিক্রি সীমিত হয়ে পড়ায় তারা বেতন প্রদানে হিমশিম খাচ্ছে।

উল্লিখিত বিষয়গুলো বিবেচনায় নিয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের হোম কোয়ারেন্টিনের সুযোগ বেতন পরিশোধের দাবি জানিয়েছে ফারিয়া।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন