ভানুয়াতুতে তাণ্ডব চালিয়ে ফিজি অভিমুখে ঘূর্ণিঝড় হ্যারল্ড

বণিক বার্তা ডেস্ক

দ্বিতীয়দিনের মতো দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ ভানুয়াতুতে তাণ্ডব চালিয়ে ফিজির দিকে গতি পরিবর্তন করেছে ঘূর্ণিঝড় হ্যারল্ড। গতকাল ভানুয়াতুতে হ্যারল্ড রীতিমতো ধ্বংসযজ্ঞ চালায়। উড়িয়ে নিয়ে যায় বাড়িঘরের ছাদ, গুঁড়িয়ে দেয় টেলিযোগাযোগ ব্যবস্থা। খবর রয়টার্স।

ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলার উত্তরে সোমবার সানা প্রদেশে শক্তিশালী ঘূর্ণিঝড়টি আঘাত হানে। সময় ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৩৫ কিলোমিটার। তীব্র বাতাসের কারণে ভেঙে পড়ে পুরো যোগাযোগ ব্যবস্থা। প্রদেশের লুগানভিল হলো ভানুয়াতুর দ্বিতীয় জনবহুল শহর। শহরটিতে প্রায় ১৬ হাজার মানুষের বাস। হ্যারল্ডের তাণ্ডবে লুগানভিলের বহু বাড়িঘর স্থাপনার ক্ষতি হয়েছে। তবে এতে কেউ মারা গেছে বলে জানা যায়নি। ক্ষয়ক্ষতির বিষয়ে জরিপ পরিচালনা করা হবে বলে জানিয়েছে ভানুয়াতুর ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিস।

এদিকে গতকাল বিকালের দিকে ঘূর্ণিঝড় হ্যারল্ড কিছুটা দুর্বল হয়ে ফিজির দিকে অগ্রসর হয়। আগের পাঁচ মাত্রার ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে পরিণত হয় মাত্রায়। জানা গেছে, সময় ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৮৫ কিলোমিটারের মতো।

এর আগে গত সপ্তাহে ঘূর্ণিঝড় হ্যারল্ড সলোমন দ্বীপপুঞ্জে আঘাত হানে, মারা যায় অন্তত ২৭ জন। ঘূর্ণিঝড়ের কারণে এসব অঞ্চলে নভেল করোনাভাইরাস পরিস্থিতিতে আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা সামাজিক দূরত্ব বজায় রাখা কষ্টকর হয়ে পড়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন