ক্লাউড গেমিং প্লাটফর্ম নিয়ে কাজ করছে অ্যামাজন

বণিক বার্তা ডেস্ক

গুগলের স্টেডিয়া এনভিডিয়ার জিফোর্সের মতো সম্পূর্ণ ক্লাউডভিত্তিক গেমিং প্লাটফর্ম চালুর বিষয়ে কাজ করছে অ্যামাজন। তাদের প্রকল্পটির কোড নাম দেয়া হয়েছে প্রজেক্ট টেম্পো খবর ইকোনমিক টাইমস।

২০১৪ সাল থেকে ক্রুসিবল নামে একটি গেম নিয়ে কাজ করছে অ্যামাজন। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এর পাশাপাশি কোম্পানিটি নিউ ওয়ার্ল্ড নামে আরেকটি গেম বাজারে আনতে যাচ্ছে, যেটি অনলাইনে একসঙ্গে একাধিক জন খেলতে পারবেন।

অ্যামাজনের ভাইস প্রেসিডেন্ট মাইক ফ্র্যাজিনি বলেছেন, অ্যামাজন গেমিং খাতে নিজেদের সেরাটা দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা অনেক দিন ধরেই কাজ করে যাচ্ছি। তবে বিষয়টি হলো ভালো গেম বানাতে বেশ সময় লেগে যায়।

নভেল করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতির উন্নতি হলে চলতি বছরের যেকোনো এক সময়ে অ্যামাজন তার ক্লাউড গেমিং প্লাটফর্মটি উন্মুক্ত করতে পারে। তবে খাতে কোম্পানিটিকে অ্যামাজনকে মাইক্রোসফট গুগলের মতো প্রতিষ্ঠিত শক্তির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হবে। গুগলের স্টেডিয়ার মতো মাইক্রোসফটের রয়েছে প্রজেক্ট এক্সক্লাউড।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন