ওবায়দুল কাদেরকে বাসা থেকে বের হতে নিষেধ করেছি: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বাসা থেকে বের হতে নিষেধ করেছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আজ মঙ্গলবার করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে দেশব্যাপী চলমান কার্যক্রমে সমন্বয় করতে নোয়াখালী জেলার মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে আমাদের মন্ত্রী ওবায়দুল কাদের থাকতে পারতো। কিন্তু আমি তাকে বাসা থেকে বের হতে নিষেধ করেছি। কোথাও না যেতে।’

নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস ও সিভিল সার্জন মুমিনুর রহমান কথা বলেন।

তন্ময় দাস জানান, জেলা হতে ২১ জনের স্যাম্পল পরীক্ষার জন্য নেয়া হয়েছে। তাদের মধ্যে ১১ জনের রেজাল্ট পেয়েছি, তা নেগেটিভ এসেছে।

পরে প্রধানমন্ত্রী বলেন, যাদের নেগেটিভ এসেছে আগামী এক সপ্তাহ পরে যেন আবারও পরীক্ষা করা হয়।

প্রসঙ্গত, গেল বছরের মার্চ মাসে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন ওবায়দুল কাদের। তার চিকিৎসার জন্য ভারত থেকে চার্টাড প্লেনে করে আনা হয় ভারতে বিখ্যাত সার্জন দেবী শেঠীকে। তার পরামর্শে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে তার হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়। পরে দীর্ঘদিন সেখানে চিকিৎসা নেয়ার পর তার শারীরিক অবস্থার উন্নতী হয়। দেশে ফেরার পরেও বেশ কয়েকবার ফলোআপ চেকআপ করতে যান সিঙ্গাপুরে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন