বস্ত্রখাতের বিটিএমএ সদস্য কারখানাগুলো বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রাইমারি  টেক্সটাইল সেক্টর বা বস্ত্রখাতের বিটিএমএ সদস্য কারখানাগুলো ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।গতকাল বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মাদ আলী খোকন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামারী করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সরকারের ছুটির সাথে সামঞ্জস্য রেখে বিটিএমএর সদস্য মিলগুলো আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে।

একই সাথে নিম্ন আয়ের শ্রমিক কর্মচারীদের দুর্দশার বিষয়টি বিবেচনা করে চলতি বছরের মার্চের মজুরী ও বেতন যথাশীঘ্র সম্ভব পরিশোধের জন্যও বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।

বিটিএমএর তথ্য অনুযায়ী, সংগঠনের সদস্য ৪৫০টি স্পিনিং মিলের মধ্যে প্রায় ২৫০টির মতো স্পিনিং মিল অভ্যন্তরীণ বাজারে মানুষের বস্ত্রের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে সুতা উৎপাদন করে। পাশাপাশি তাঁতশিল্পের প্রয়োজনীয় সুতা সরবরাহ করছে মিলগুলো। অন্যদিকে ৮৫০টি উইভিং মিলের মধ্যে পাঁচশটির বেশি কারখানা কাপড় তৈরি করছে, যা ১৭ কোটি লোকের কাপড়ের চাহিদার সিংহভাগ সরবরাহ করে। এছাড়া আছে ২০০টির মতো ডায়িং ফিনিশিং মিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন