যশোরে সাংবাদিকের নামে কাস্টমসের জিডি

বণিক বার্তা প্রতিনিধি যশোর

যশোরে বন্দর প্রেস ক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দীনের নামে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বেনাপোল কাস্টম হাউজ কর্তৃপক্ষ। গতকাল বেনাপোল পোর্ট থানায় জিডি করা হয় বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা। তবে বাদী জিডির কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি। অভিযোগ উঠেছে, বেনাপোল কাস্টম হাউজের খাদ্যসামগ্রী বিতরণে সামাজিক দূরত্ব বজায় না রাখা নিয়ে একটি ছবি পোস্ট করার কারণে ক্ষুব্ধ হয়ে জিডি করা হয়েছে। এদিকে জিডি করার প্রতিবাদে যশোরের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, গতকাল বন্দর প্রেস ক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দীনের নামে কাস্টম হাউজ থেকে একটি জিডি করা হয়েছে। তবে তিনি আর কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন। জিডি করার ব্যাপারে জানতে বেনাপোল কাস্টমসের কমিশনার বেলাল হোসাইন চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য জানা যায়নি।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন