সন্ধ্যায় মুদি ও ওষুধ ছাড়া সব দোকান বন্ধের আহ্বান চেম্বার সভাপতির

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম ব্যুরো

নভেল করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতে সন্ধ্যা ৬টার পর থেকে মুদি ওষুধের দোকান ছাড়া সব দোকান বন্ধ রাখার জন্য দোকান মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, নভেল করোনাভাইরাস প্রতিরোধে সরকার সাধারণ ছুটি বাড়িয়েছে। বিজিএমইএ বিকেএমইএ সব কারখানা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে। অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষের ঘরে থাকা অত্যন্ত জরুরি। তাই শতবর্ষী চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টার পর থেকে মুদি দোকান ওষুধের দোকান ছাড়া সব দোকান বন্ধ রাখার আহ্বান জানাচ্ছি। প্রয়োজনে হাটবাজারও সন্ধ্যার পর বন্ধ রাখতে হবে।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন