অসহায়দের মাঝে বিতরণের লক্ষ্যে ত্রাণসামগ্রী হস্তান্তর করল রংপুর চেম্বার

বণিক বার্তা প্রতিনিধি রংপুর

নভেল করোনাভাইরাসের মহামারীতে সরকারের ঘোষণা অনুযায়ী অসহায় হতদরিদ্র, গরিব, দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আরসিসিআই) গতকাল করোনা সংকট মোকাবেলায় আরসিসিআইয়ের পক্ষ থেকে হাজার ৮০০ পরিবারের মধ্যে বিতরণের লক্ষ্যে রংপুরের জেলা প্রশাসক মো. আসিব আহসানের কাছে ৮০০ প্যাকেট ত্রাণসামগ্রী এবং বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের কাছে এক হাজার প্যাকেট ত্রাণসামগ্রী হস্তান্তর করেন চেম্বার সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু সিনিয়র সহসভাপতি মোজতোবা হোসেন রিপনসহ চেম্বারের পরিচালকরা।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, ৫০০ গ্রাম লবণ, এক কেজি পেঁয়াজ, এক কেজি তেল, এক কেজি ডাল, দুই পিস সাবান ৫০০ গ্রাম চিড়া। করোনাভাইরাসের কারণে শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়ায় খাদ্য সংকটে পড়েছে নিম্ন আয়ের মানুষসহ অসহায়, দুস্থ গরিব লোকজন। রংপুর চেম্বার সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এসব মানুষের কষ্ট লাঘবের উদ্দেশ্যে এসব ত্রাণসামগ্রী বিতরণ করে।

সময় রংপুর চেম্বারের সভাপতি বলেন, নভেল করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারীতে রূপ নিয়েছে। বাংলাদেশেও এর সংক্রমণ বাড়ছে। অবস্থায় প্রত্যেককে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এতেই সংক্রমণ থেকে বাঁচা সম্ভব। এছাড়া নভেল করোনাভাইরাস শূন্যের কোটায় না আসা পর্যন্ত সরকারের পাশাপাশি দেশের বিত্তবানদের কর্মহীন হতদরিদ্র মানুষের পাশে থাকার আহ্বান জানান তিনি।

ত্রাণসামাগ্রী বিতরণকালে আরো উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক মো. আজিজুল ইসলাম মিন্টু, মো. রিয়াজ শহিদ শোভন, মো. আকবর আলী, মো. হাবিবুর রহমান রাজা, মো. আমজাদ হোসেন চৌধুরী, দেবব্রত সরকার রঞ্জু, মো. ওবায়দুর রহমান রতন, মো. জুলফিকার আজিজ খান ভুট্টু, খেমচাঁদ সোমানী রবি চেম্বার সচিব . মো. রেজা-উন-নূর।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন