বেসরকারি খাতের কর্মীদের ৬০% বেতন দেবে সৌদি সরকার

বণিক বার্তা ডেস্ক

নভেল করোনাভাইরাস মহামারীর মধ্যে বড় আকারের কর্মী ছাঁটাই ঠেকাতে ক্ষতিগ্রস্ত কোম্পানিগুলোর কর্মীদের ৬০ শতাংশ বেতন দেবে সৌদি আরব সরকার। বেসরকারি খাতের ক্ষতি সীমিত করতে পদক্ষেপ ঘোষণা করেছেন সৌদি বাদশাহ সালমান। খবর ব্লুমবার্গ এসপিএ।

রাজকীয় একটি নির্দেশনার বরাতে সৌদি আরবের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) শুক্রবার এক প্রতিবেদনে জানায়, কর্মরত সৌদি নাগরিকদের চুক্তি বাতিল না করে আগামী তিন মাস পর্যন্ত বেসরকারি ব্যবসাপ্রতিষ্ঠানগুলো সরকারের কাছ থেকে বেতনের ৬০ শতাংশ গ্রহণের আবেদন করতে পারবে। চলতি মাসে কার্যকর হওয়া পদক্ষেপে ১২ লাখ সৌদি নাগরিক ওই সুবিধার জন্য উপযুক্ত বিবেচিত হতে যাচ্ছেন। সৌদি সরকারের ৯০০ কোটি রিয়াল বা ২৪০ কোটি ডলারের অর্থনৈতিক প্যাকেজের অংশ হিসেবে পদক্ষেপ নেয়া হচ্ছে। কর্মী ছাঁটাই ঠেকাতে আগামী তিন মাস সৌদি কর্মীরা প্রত্যেকে অন্তত হাজার রিয়াল করে সরকারি সহায়তা পাবেন। মে কোম্পানিগুলোর কাছে প্রথম দফা অর্থ পাঠানো হবে বলে জানান অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদান। কভিড-১৯ মহামারীর মধ্যে বেসরকারি খাতের কোম্পানিগুলোকে কর্মী ছাঁটাই এড়ানোর আহ্বান জানান তিনি।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন