১০ শয্যার আইসিইউ ইউনিট হচ্ছে চট্টগ্রাম হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

করোনা মোকাবেলায় নগরীর আন্দরকিল্লায় অবস্থিত চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১০ শয্যার ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালসহ দেশে আট বিভাগের ১১টি হাসপাতালে আইসিইউ সুবিধা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।

এ ব্যাপারে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বণিক বার্তাকে বলেন, সঙ্কট মোকাবেলায় সরকার থেকে ১০টি ভেন্টিলেটর বসানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা পেয়েছি। সে অনুযায়ী যতো দ্রুত সম্ভব আইসিইউ চালু করার লক্ষ্যে কাজ শুরু করেছি। দুর্যোগকালীন চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল পার্কভিউ এবং ইম্পেরিয়াল হাসপাতালের আইসিইউ প্রস্তুত রাখার ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া সীতাকুণ্ডের বিআইটিআইডি এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য বেড প্রস্তুত রাখা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন