গাজীপুরে এক নারী আইসোলেশনে

বণিক বার্তা প্রতিনিধি, শ্রীপুর

গাজীপুরে করোনার লক্ষণ নিয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীকে আইসোলেশনে রাখা হয়েছে। মধ্য বয়সী ওই নারীর বাড়ি গাজীপুর মহানগরীর ২৩ নং ওয়ার্ডের ভাওরাইদ এলাকায়। 

সর্দি, শ্বাসকষ্ট, গলাব্যথা ও ডায়রিয়ায় আক্রান্ত হলে গতকাল বৃহস্পতিবার রাতে স্থানীয়দের খবরের ভিত্তিতে সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলাম জানান, ওই নারী করোনা আইসোলেশনে ভর্তি আছেন। তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে। পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে করোনা পজেটিভ কিনা। তবে, ওই নারী শর্দি, শ্বাসকষ্ট, গলাব্যথা, ডায়রিয়া আক্রান্ত। কভিড-১৯ এর উপসর্গ তার মধ্যে রয়েছে। 

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাত পর্যন্ত এই হাসপাতালের আইসোলেশনে তিনজন ভর্তি রয়েছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন