সাতক্ষীরায় জ্বর-শ্বাসকষ্ট নিয়ে কলেজছাত্রের মৃত্যু

বণিক বার্তা প্রতিনিধি, সাতক্ষীরা

সাতক্ষীরা সদর উপজেলার নারায়ণপুর গ্রামে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসান আলী নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবগত রাতে তার মৃত্যু হয়। পুলিশ ওই কলেজ শিক্ষার্থীর বাড়িতে লোকজনের যাতায়াত সীমিত করে দিয়েছে। তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। 

স্থানীয় ইউপি সদস্য ইরাদ আলী জানান, ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র হাসান আলী সপ্তাহখানেক আগে রাতে বাইরে বেরিয়ে ভয় পায়। সেই থেকে তার জ্বর শুরু হয়। পরে জ্বরের সঙ্গে যোগ হয় শ্বাসকষ্ট। এনিয়ে গ্রাম্য কবিরাজের কাছে ঝাড়ফুঁকও নেয়া হয়। এছাড়া স্থানীয় গ্রাম্য ডাক্তারের কাছে চিকিৎসা নিলেও কোনো উপকার হয়নি। বৃহস্পতিবার রাতে জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে যায়। তবে তাকে হাসপাতালে নেয়া হয়নি। মধ্যরাতে নাক ও মুখ দিয়ে রক্ত বের হয়ে সে মারা যায়। 


সাতক্ষীরা সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই এলাকায় লোক চলাচল সীমিত করা হয়েছে। 

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়েত জানান, ওই কলেজ ছাত্রের নমুনা সংগ্রহ করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন