খাগড়াছড়িতে অসহায়দের পাশে পার্বত্য জেলা পরিষদ

বণিক বার্তা প্রতিনিধি খাগড়াছড়ি

 করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ১০ হাজার বিপন্ন খাগড়াছড়িবাসীর পাশে দাঁড়াচ্ছে পার্বত্য জেলা পরিষদ। তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ শুরু করা হয়েছে। গতকাল দুপুরে শহরের কদমতলীর পরিষদ কমিউনিটি সেন্টারে পৌর এলাকার দুস্থ, দরিদ্র কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসনবিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, জুয়েল চাকমাসহ জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

পরে পৌর এলাকার শতাধিক অসহায়ের মাঝে ১০ কেজি করে চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য তুলে দেন প্রধান অতিথিসহ অন্যরা।

জেলা পরিষদ চেয়ারম্যান জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় পার্বত্য মন্ত্রণালয় থেকে ৫০ লাখ টাকা বিশেষ বরাদ্দ দেয়া হয়েছে। এর পুরোটাই অসহায়দের দেয়া হবে। এরই মধ্যে স্বাস্থ্য বিভাগে ৫০০ পিস পিপিই প্রদানসহ মাঠ পর্যায়ে সচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ড করা হয়েছে। অবস্থার পরিপ্রেক্ষিতে জেলা পরিষদ প্রয়োজনে আরো নতুন নতুন কার্যক্রম হাতে নেবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন