সংকটাপন্ন রেস্তোরাঁকে সহায়তা করবে ডেলিভারি হিরো

বণিক বার্তা ডেস্ক

নভেল করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে লকডাউনের কারণে যেসব রেস্তোরাঁ টিকে থাকার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে, তাদের সহায়তার জন্য এগিয়ে এসেছে বিশ্বের অন্যতম শীর্ষ অনলাইন খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ডেলিভারি হিরো। বার্লিনভিত্তিক ডেলিভারি হিরো বিষয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার বেশকিছু পদক্ষেপ ঘোষণা করে। খবর রয়টার্স

ডেলিভারি হিরো জানিয়েছে, প্রতিষ্ঠানটি তাদের খাদ্য সরবরাহ ব্যবসায় নতুন অংশীদার রেস্তোরাঁর অন্তর্ভুক্তি প্রক্রিয়া ত্বরান্বিত করছে। একই সঙ্গে অংশীদারদের পেমেন্ট দেয়ার ক্ষেত্রেও বিরতি দেয়া হচ্ছে আগের থেকে অনেক কম। এর ফলে রেস্তোরাঁগুলোর নগদ অর্থের প্রবাহ বাড়ছে। তাছাড়া সংশ্লিষ্ট রেস্তোরাঁর নিকটস্থ ক্রেতার কাছে খাবার পৌঁছে দিতে কোনো চার্জ রাখা হচ্ছে না।

খাদ্য সরবরাহকারী প্লাটফর্ম ডেলিভারি হিরো ইউরোপ, মধ্যপ্রাচ্য, দক্ষিণ আমেরিকা এশিয়ার ৪৪টি দেশে নিজেদের কার্যক্রম পরিচালনা করছে। ডেলিভারি হিরোর সঙ্গে যুক্ত আছে পাঁচ লাখেরও বেশি রেস্তোরাঁ। গত তিন সপ্তাহে প্রতিষ্ঠানটি তার প্লাটফর্মে ৫০ হাজার নতুন রেস্তোরাঁ যুক্ত করেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন