কোন দেশে করোনা নেই?

বণিক বার্তা ডেস্ক

হাতেগোনা কয়েকটি দেশই আছে, যেখানে এখন পর্যন্ত করোনার কোনো অস্তিত্ব মেলেনি। গুগল ট্রেন্ড বলছে, প্রচুর মানুষ তাদের সার্চ ইঞ্জিন ব্যবহার করেছে কোন দেশ এখনো করোনাভাইরাস দ্বারা আক্রান্ত হয়নি তা দেখার জন্য। নিজেদের প্রতিবেদনে বিবিসি মজা করে লিখেছে, মানুষ হয়তো করোনা থেকে বাঁচতে দেশগুলোয় পালাতে চাইছে।

গতকাল বিকাল পর্যন্ত করোনার থাবা থেকে মুক্ত থাকা দেশগুলোর মধ্যে আছে মার্শাল আইল্যান্ড, সামোয়া মালাউইয়ের নামও। অবশ্য দেশগুলোয় পালিয়েও আপনি বাঁচতে পারবেন কিনা তা নিশ্চিতভাবে বলা যায় না। কারণ ধারণা করা হচ্ছে করোনা ধরা না পড়া দেশগুলোর অনেকে হয়তো এখনো করোনা পরীক্ষাই করেনি। আবার কেউ কেউ হয়তো তথ্য গোপন করে করোনামুক্ত থেকেছে। আবার করোনামুক্ত তালিকায় থাকা অনেক দেশে সংক্রমণের খবর আসতে শুরু করেছে। সর্বশেষ তালিকায় যুক্ত হয়েছে বুরুন্ডি সিয়েরা লিয়ন। দুটি দেশেই ৩০ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়। দুর্বল চিকিৎসা ব্যবস্থার কারণে দেশগুলোয় করোনা সর্বগ্রাসী হয়ে উঠতে পারে বলেও ধারণা করা হচ্ছে। তাই এখনই সেসব দেশে ভ্রমণের ইচ্ছা থাকলে তা স্থগিত করার অনুরোধ জানানো হয়েছে।

বিবিসি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন