পিক্সেল ৩ ও পিক্সেল ৩এক্সএলের বিক্রি বন্ধ

বণিক বার্তা ডেস্ক

বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগল পিক্সেল পিক্সেল ৩এক্সএল ফোনের বিক্রি বন্ধ করেছে। ডিভাইসগুলো আর উৎপাদন কিংবা সরবরাহ করা হবে না। নির্মাতা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিষয় নিশ্চিত করা হয়েছে। খবর অ্যান্ড্রয়েড পুলিশ।

গুগলের এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, গুগলের অফিশিয়াল ওয়েবসাইটে ডিভাইসগুলোর জন্য অনুসন্ধান করা হলে দেখানো হচ্ছে না। সেখানে বলা হচ্ছে, পণ্যগুলোর আর কোনো অবশিষ্ট স্টক নেই। বিভিন্ন অনলাইন স্টোরেও ডিভাইসগুলোর কোনো অবিক্রীত ইউনিট নেই। পিক্সেল ব্র্যান্ডের ফোন কিনতে আগ্রহীরা এখন চাইলে কেবল দশমিক ইঞ্চি ডিসপ্লের পিক্সেল ফোন ৭৯৯ ডলারে এবং পিক্সেল এক্সএল ৮৯৯ ডলারে কিনতে পারবেন।

গুগলের অন্যতম দুই মোবাইল হার্ডওয়্যার ছিল পিক্সেল পিক্সেল ৩এক্সএল। ডিভাইসগুলোর মাধ্যমে নতুন ক্যামেরা প্রযুক্তি, নাইট সাইট, টপ শট ফটোবুথ ফিচার দেখিয়েছিল প্রতিষ্ঠানটি। ডিভাইসগুলোর উৎপাদন এবং বিক্রি বন্ধ করা হলেও ব্যবহারকারীরা নিয়মিত সফটওয়্যার হালনাগাদ পাবেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন