জাপানের উৎপাদন খাত

ব্যবসায় আস্থা সূচক সাত বছর পর ঋণাত্মকে

বণিক বার্তা ডেস্ক

নভেল করোনাভাইরাসের কারণে লকডাউন পরিস্থিতিতে চাহিদা সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। অবস্থায় জাপানের উৎপাদন খাতে ব্যবসায় আস্থা কমেছে। ব্যাংক অব জাপানের তানকান বিজনেস সার্ভের প্রতিবেদন বলছে, মার্চে দেশটির শীর্ষ ম্যানুফ্যাকচারারদের আস্থা সূচক ঋণাত্মক - নেমে এসেছে। ২০১৩ সালের মার্চের পর প্রথম সূচকটির মান শূন্যের নিচে নামল। খবর এএফপি।

প্রায় ১০ হাজার কোম্পানির ওপর জরিপ চালানো হয়েছে। স্বল্পমেয়াদি আস্থা জরিপে কত শতাংশ প্রতিষ্ঠান ব্যবসার পরিবেশ নিয়ে আশাবাদী আর কত শতাংশ সংশয়ে রয়েছে, তার পার্থক্য তুলে ধরা হয়। এর মান ঋণাত্মক থাকার অর্থ হলো, বেশিসংখ্যক প্রতিষ্ঠান মনে করছে যে বর্তমানে ব্যবসার প্রতিকূল পরিবেশ বিরাজ করছে।

করোনাভাইরাসের কারণে যে কেবল উৎপাদনমুখী ব্যবসাপ্রতিষ্ঠানগুলোই ক্ষতিগ্রস্ত হচ্ছে, তা নয়। বরং পর্যটন, বিনোদন সেবামূলক অন্যান্য খাতের ব্যবসায়ও ভাটা পড়েছে। তবে এসব খাতের উদ্যোক্তারা মনে করছেন, বর্তমানের মন্দা ভাব কাটিয়ে তাদের ব্যবসা দ্রুতই আগের অবস্থানে ফিরে আসবে। কারণে তাদের আস্থার সূচকও ধনাত্মক পর্যায়ে রয়েছে, যদিও তা গত বছরের ডিসেম্বরের চেয়ে কমেছে। মার্চে নন-ম্যানুফ্যাকচারারদের আস্থা সূচক দাঁড়িয়েছে পয়েন্টে, যা গত ডিসেম্বরে ছিল ২০ পয়েন্ট। তবে মার্চে হোটেল রেস্তোরাঁ ব্যবসায় আস্থা সূচক ঋণাত্মক ৫৯ পয়েন্টে নেমে গেছে।

এদিকে তানকানের প্রতিবেদনটি প্রকাশের আগে এনএলআই রিসার্চের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ সুয়োশি উয়েনো বলেছিলেন, ব্যবসার বিভিন্ন খাতে করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব অব্যাহতভাবে বাড়ছে। রফতানি কমে যাওয়া, চীনের যন্ত্রাংশ সরবরাহ বন্ধ হয়ে যাওয়া, বিদেশী পর্যটক কমে যাওয়া, খেলাধুলাসহ বিভিন্ন ইভেন্ট বন্ধ হয়ে যাওয়া, শেয়ারদর কমে যাওয়া, ইয়েনের অবমূল্যায়নসবকিছুতেই এর ছাপ স্পষ্ট।

নরিনচাকিন রিসার্চ ইনস্টিটিউটের প্রধান অর্থনীতিবিদ তাকেশি মিনামি বলছেন, ২০১৩ ২০২০ সালের মার্চে ব্যবসায় আস্থা সূচক একইমুখী থাকলেও প্রেক্ষাপট ভিন্ন। সে সময় শিনজো আবে মাত্রই জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে নতুন এক আর্থিক নীতির ঘোষণা দিয়েছেন। আবেনোমিকস নামে পরিচিতি পাওয়া ওই নীতির মূল কথা ছিল, সরকারি ব্যয় বাড়ানোর মাধ্যমে অর্থনীতিতে অর্থের প্রবাহ জোরদার করা, অবকাঠামো পুনর্গঠন আর্থিক সহজীকরণ। সম্পূর্ণ আনকোরা এক নীতি কতটা কার্যকর হবে, সে বিষয়ে অনেকেই সন্দিহান ছিলেন সে সময়। আস্থা সূচকের ঋণাত্মক মান ছিল তারই প্রতিচ্ছবি। আর এবার পরিস্থিতি অত্যন্ত ভয়ানক।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন