ঢাকার বিপণীবিতান ও শপিংমল বন্ধের সময়সীমা বাড়লো

নিজস্ব প্রতিবেদক

ঢাকার বিপণীবিতান ও শপিংমল আগামী ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। কভিড-১৯ প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে ঢাকাসহ সারা দেশের বিপণীবিতান ও শপিংমল ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল ঢাকা মহানগর দোকান মালিক সমিতি। পরে সাধারণ ছুটির সঙ্গে মিল রেখে তা প্রথম দফায় ৪ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়। এখন সরকারি ছুটি বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ফের ঢাকার বিপণিবিতানগুলো আগামী ৯ মার্চ পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সমিতি।  

সমিতির সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর দোকান মালিক সমিতির পূর্ব গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪ এপ্রিল পর্যন্ত ঢাকার সব বাণিজ্য বিতান ও শপিংমল বন্ধ রাখার যে সিদ্ধান্ত হয়েছিল, তার সময়সীমা বৃদ্ধি করে সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন সমিতির সভাপতি তৌফিক এহেসান। পরবর্তীতে সরকার যদি কোনো নির্দেশনা দেয় তাহলে তা কার্যকর হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন