যুক্তরাষ্ট্রের একটি মাত্র রাজ্যে মৃত্যু এখনো শূন্য

বণিক বার্তা অনলাইন

নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র এখন প্রথম। দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমণে মারা গেছে ৩ হাজার ৮০০ জনের বেশি। ভাইরাসের বিস্তার প্রতিরোধে নানা উদ্যোগ সত্ত্বেও আগামী কয়েক সপ্তাহের মধ্যে ১ লাখ থেকে ২ লাখ ৪০ হাজার আমেরিকানের মৃত্যু হতে পারে বলে একটি গাণিতিক মডেলের ভিত্তিতে আশঙ্কা করছে মার্কিন সরকার। 

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের একটি বাদে সবকটি অঙ্গরাজ্যে করোনায় প্রাণহানি ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণিহানি নিউইয়র্কে, ১ হাজার ৫৫০ জন। এরপরই রয়েছে নিউ জার্সি (২৬৭), মিশিগান (২৫৯), লুইজিয়ানা (২৩৯), ওয়াশিংটন (২২৮) এবং ক্যালিফোর্নিয়া (১৫০)।

তবে পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ওয়াইওমিংয়ে এখন পর্যন্ত একজনও মারা যায়নি। যদিও আক্রান্তের সংখ্যা ১২০। যেখানে হাওয়াই দ্বীপও গতকাল মঙ্গলবার প্রথম মৃত্যুর খবর দিয়েছে।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে সবচেয়ে কম জনসংখ্যা ওয়াইওমিং-এ। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এ অঙ্গরাজ্য। এখানেই রয়েছে বিখ্যাত ইয়েলোস্টোন।

গত সোমবার হোয়াইট হাউসের করোনা রেসপন্স কো-অর্ডিনেটর ড. ডেবোরা বার্কস গ্রামীণ এলাকার বাসিন্দাদের সতর্ক করে বলেছেন, কভিড-১৯ মোকাবেলায় তাদের প্রস্তুত থাকতে হবে। সেখানে এখনো পৌঁছায়নি বলে মনে হলেও শিগগিরই ছড়িয়ে পড়তে পারে, সে অনুযায়ী প্রস্তুতি নিতে হবে।

সূত্র: সিএনএন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন